ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে র‍্যাব সদস্য নিহত ১ আহত ১

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র‍্যাব কনস্টেবল নিহত হয়েছেন।রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেলার বাসিন্দা নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় সাহার বাজারে পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আঘাত লেগে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

সাদুল্লাপুর স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
Help Humanity এর পক্ষ থেকে দোয়া ও সমবেদনা জানাই। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত দান করুক। আমিন।।