নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছডি উপজেলা ভুজপুর থানার নারায়ানহাট ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটায় এমরান নামে এক যুবককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২মে) দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করেন।
গত(১১মে) রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
আরালিয়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত স্কেভেটর জব্দ করা হয়। এ সময় কাউকে পাওয়া না গেলে স্কেভেটরটি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়। পরবর্তীতে মাটি কাটার বিষয়টি স্বীকার করায় স্কেভেটর মালিক এমরানকে মাটি ও বালি ব্যবস্থাপনা আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আর মাটি কাটবে না মর্মে তার থেকে মোছলেখা নেয়া হয়
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম বলেন, যারা অবৈধ বালু ও মাটি ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।