ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে পার্বত্য এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবারকে খাদ্যশস্য প্রদান

Link Copied!

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি):

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য জনপদের ২,৫০০টি পরিবারকে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথভাবে বাঘাইছড়ি উপজেলার ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার মোট ১১টি স্থানে দুই দিনব্যাপী (মঙ্গলবার ও বুধবার) খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর এবং মাচালং বাজারে এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়নের মোট ৭টি পয়েন্টে খাদ্যশস্য বিতরণ করা হয়।
সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল স্থানীয় জাতিগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ করেন। একই সময় মাচালং বাজারে বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী (বাঘাইহাট ব্যাটালিয়ন) এবং মেজর নোমান আল ফারুক (ভারপ্রাপ্ত অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন) উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন, সীমান্ত রক্ষা ও দেশের নিরাপত্তার পাশাপাশি বিজিবি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতি এবং উন্নয়নকে আরও শক্তিশালী করে তুলবে।
তিনি জানান, আগামীকাল বুধবার বাকি ৪টি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।