মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি :
খুলনা মহানগর আওয়ামীলীগের ৩১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা এবং ২৯, ৩০ এবং ৩১ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক মহিলা কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ ১৩ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জুলাই-আগস্ট- ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী রেকসোনা কালাম লিলি (৫০),স্বামী-মৃত আবুল কালাম, সাং-বড় কড়িয়া, থানা-রূপসা, বর্তমান ঠিকানা সাং-হোল্ডিং নং-৬৪/১, মহিলা কাউন্সিলরের গলি, থানা-লবণচরা, খুলনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।