মোঃ আমিরুল হক, রাজবাড়ী
জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়ায় সার্বজনীন মদনমোহন মন্দিরে পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর মহা নাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। গত সোমবার কালুখালী মালিয়াট মদনমোহন মন্দির থেকে পালকি য়োগে রামদিয়া ঠাকুর বাড়ীতে মদন মহনের বিগ্রহটি রথযাত্রার উদ্দেশ্যে আনায়ন করা হয়।
বিকাল চারটা বাজার সঙ্গে সঙ্গে স্হানীয় ভক্তবৃন্দ সহ সর্ব স্তরের হাজার হাজার মানুষ সমবেত হন এই রথযাত্রা দেখার জন্য।
রামদিয়া কালি বাড়ি থেকে রথযাত্রার শুরু হয়। এসময় রথের দড়ি ধরে ভক্তবৃন্দ পুর্ণি লাভের উদ্দেশে উদ্দেশ্যে রসি টানতে শুরু করেন। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি বালিয়াকান্দি থানা পুলিশের বিশেষ ভুমিকায় দেখাযায়।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ অবস্থার ভেতর দিয়ে রথযাত্রা সম্পন্ন হয়। এসময় রামদিয়া সার্বজনীন মদনমোহন মন্দিরের সভাপতি সুজয় কুমার পাল গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এলাকার হিন্দু মুসলমানদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে রথযাত্রাটি করে আসছি প্রায় ১০০ বছরের ঊর্ধ্বে এই মদনমোহন পুষ্প রথযাত্রার উৎসব পালিত হয়ে আসছে।
অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষ আমার এলাকায় থাকায় এই পুষ্পর রথযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়। মদন মহন মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার পাল বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা শান্তিপূর্ণ অবস্থার ভেতর দিয়ে এই রথ যাত্রার উৎসবটি পালন করতে পেরেছি। এখান কার অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষ আমাদেরকে প্রতিবছরই সহযোগিতার হাত বাড়ান যার কারনে আমরা দিনটিকে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারি।
ইসলামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস বলেন,আমরা রামদিয়াবাসী দিনটিকে সার্বজনীন হিসাবে মনেকরি।যার কারনে কোনপ্রকার অপৃতিকর ঘটনা ঘটুক সে ব্যাপারে সজাগ থাকি।