ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দলের প্রভাব খাটিয়ে করছেন ছিনতাই, চাদাবাজি ও মারপিট!!

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত ৮ নং বোয়ালি ইউনিয়নের মৃত লাল মিয়ার পুত্র ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ্যাড. শরিফুল ইসলাম রুবেল ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী দ্বারা প্রতিনিয়ত হয়রানি, মারপিট , ছিনতাইয়ের শিকার হচ্ছেন স্থানীয়রা।

উক্ত ঘটনার একজন ভুক্তভোগী জানায়, গত ১১/০৫/২৫ আনুমানিক বিকেল ৫:৩০ ঘটিকায় তাহার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল করিয়া গাইবান্ধা পুরাতন বাজার থেকে আসার সময় এ্যাড. শরিফুল ইসলাম রুবেলের অন্যতম ক্যাডার উক্ত ইউনিয়নের বিএনপির অঙ্গ সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সদস্য সচিব রাজু মিয়ার নির্দেশে – সাহস, আলামিন, লাবিব সহ ৪-৫ জন সন্ত্রাসী তাহার রাস্তার গতিরোধ করে হাতে থাকা মালামালের ব্যাগ কেড়ে নেয় এবং তাকে বেধরক মারপিট করতে থাকে। একপর্যায়ে লাবিব ও সাহস ভুক্তভোগীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সাত হাজার টাকা (৭০০০) টাকা পকেট থেকে বের করে নেয়। একপর্যায়ে ভুক্তভোগী ছেলে নিজের জীবন রক্ষা করতে লাবিব ও সাহস কে ধাক্কা দিয়ে দৌড়ে উক্ত স্থান ত্যাগ করে। পরবর্তীতে তার পরিবারের মাধ্যমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্ৰহন করেন।

এ বিষয়ে, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বিএনপি ও তার অঙ্গ সাংস্কৃতিক সংগঠন জাসাস এর জেলা শাখার নেতাদের কাছে এ্যাড. শরিফুল ইসলাম রুবেল ও রাজু সহ সকলকে দল থেকে বহিষ্কার করার আহবান জানান।