ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম মন্ডল,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রেজাউল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল ইসলাম , জামায়াতে ইসলামি যুব বিভাগের পৌর শাখার সাধারন সম্পাদক ওমর ফারুক,ডিলার মিলন সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এ সভায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলারগণ তাদের মতামত ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ডিলারদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে নির্দেশনা প্রদান করা হয় ।