মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলায় খালের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত হয়েছে -৯ জন।
এ ঘটনায় জেলা বিএনপি ১৩ মে বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভা করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে দাকোপ উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ মোজাফফর হোসেন ও চালনা পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক আইয়ুব আলী কাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল কবির বাপ্পি এবং দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
জরুরী সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম , খান জুলফিকার আলী জুলু , খায়রুল ইসলাম ,মোঃ তৈবুর রহমান, গাজী তফসির আহমেদ, জি এম কামরুজ্জামান টুকু , অসিত কুমার সাহা এস এম শামীম কবির, ও অধ্যাপক মনিরুল হক বাবুল।