ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে বোরো মৌসুমের ধান- চাল সংগ্রহের  উদ্বোধন 

Link Copied!

ইমরান প্রধান ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বুলাকিপুর ইউনিয়নের বেগুনবাড়ি মেসার্স এম আর এম হাসকিং মিলের প্রোপাইটার মো.মাসুদুর রহমান মাসুদের কাছ থেকে সরকারিভাবে ৪৯ টাকা প্রতি কেজি দরে ৯ মেট্রিক টন চাল ক্রয়ের মধ্য দিয়ে উপজেলায় বোরো -২০২৫ সালের ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার রানীগঞ্জ এলএসডি খাদ্য গুদামে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা.নাহিদা আক্তার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজবানুল হক, মো. বাবুল মিয়া, আবু রায়হান, খাদ্য পরিদর্শক যোসেফ হাঁসদা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদেকুর রহমান রঞ্জুসহ অনেকে উপস্থিত  ছিলেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা.নাহিদা আক্তার  বলেন চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে  উপজেলার চারটি খাদ্য গুদামে ৩৬ টাকা কেজি দরে  ৬৬৬ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।