ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুকুর থেকে ১২ লাখ টাকার মাছ চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মোঃ সোহাগ হোসাইন, সিরাজগঞ্জ
মে ১৪, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকড়া গ্রামে একটি পুকুর থেকে প্রায় ১২ লাখ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি শাহীন আলম উকিল, যিনি দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী রাজিয়া সুলতানা নামের এক নারী পুকুরে মাছ চাষ করতেন। সরকার পরিবর্তনের পর ৫ আগস্টের পর এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অভিযোগটি যাচাই করে ২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে পুকুরে ঢুকে বিপুল পরিমাণ মাছ চুরি করে নিয়ে যায়। মামলায় শাহীন আলম উকিল ছাড়াও আরও ২৬ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

পিবিআইয়ের তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতের নির্দেশে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।