শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:
সরকারি জায়গায় লাগানো বহু প্রাচীন আমলের বদ বৃক্ষ মেরে ফেলে বাড়ি নির্মাণ করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় যে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা কোয়ার পাড়ার শফী বটতলা নামক স্থানে বহু কাল ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মা বট বৃক্ষ,যা বহু কাল ধরে মায়ের মত করে ছায়া দিয়ে আসছে। সকাল বিকাল এমনকি একটু সময় পেলেই এলাকাবাসী ওই মা বট বৃক্ষের নিচে বসে একটু আরাম করে।বট বৃক্ষের কোল ঘেঁষে রয়েছে একটি জামে মসজিদ ও মাঠ বিস্তার ও কাথন্ডা বাদামতলা প্রধান সড়ক কিন্তু একটি কুচক্রি মহল বট বৃক্ষ টি নিধন করা চেষ্টা করছে।সরে জমিনে গিয়ে জানা যায় যে কাথন্ডা কয়ার পাড়া শফি বটতলা নামক স্থানের বটগাছটি একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে পলাশ সরদার ওই গাছটির কোল ঘেঁষে একটি বাড়ি ও দোকান নির্মাণ করে ওই গাছটি মারার চেষ্টা করছে।যে কারণে বিভিন্ন সময় নানা অজুহাতে গাছের ডাল কাটা গোড়ায় আগুন দেওয়া সহ নানা ভাবে চেষ্টা করছে গাছটা মেরে ফেলার। সরে জমিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল গফফার বলেন গাছটি আমাদের অনেক উপকার করে আমরা মুসল্লিরা নামাজের আগে ও পরে বট গাছের ছায়ায় বসে থাকি মাঠ থেকে এসে এখানে বসে আরাম আয়েশ করি এলাকাবাসীর দাবি বটগাছটা যথাস্থানে অক্ষত অবস্থায় যেন থাকে সংশ্লীষ্ঠ হস্তক্ষেপ কামনা করছি।
সাংবাদিক শরিফুল ইসলাম সাতক্ষীরা
০১৭২৭০৪৩৯৪১