ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুট মিলের শ্রমিকের মৃত্যু, আহত-২

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ১৪, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। এসময় একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (১৮) ও নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ (২০) আহত হয়েছে। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক।

বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী-ফরিদপুর সড়কের আলাদিপুর রাজবাড়ী জুট মিলের সামনে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, জুট মিলের ৩জন শ্রমিক একটি মোটরসাইকেলে আলাদিপুর বাজারের দিকে আসার সময় রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আল আমিন সরদারকে মৃত ঘোষণা করে এবং আহত ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, দুঘর্টনার খবর পেয়ে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।