মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় রি-গ্রিনিং প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও টেকশই খাদ্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বোয়ালী ও মালিবাড়ী ইউনিয়নে ৫০০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সব্জী বীজ বিতরণ করা হয়েছে।
এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এর প্রজেক্ট অফিসার-কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য রবিউল হক, সোহেলরানা, ও রাশেদা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান বৃন্দ সহ আরো অনেকে।
উল্লেখ্য,ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এসব সব্জী বীজ পেয়ে খুশিতে আত্মহারা অসহায় ও গরিব পরিবারগুলো। ০৮ প্রকারের বীজ লালশাক, ডাটাশাক, মিষ্টিকুমড়া, পুঁইশাক, কলমিশাক, বরবটি, ঢেঁড়স, ও করলা।