নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুইজন সদস্যকে বিদেশি মদের বোতলসহ আটক করা হয়েছে। আটকৃত আইনজীবীরা হলেন,
এডভোকেট সানোয়ার হোসেন রুবেল (৪৬) ও এডভোকেট লুৎফুর রহমান ভুইয়া রুবেল (৪৬)। পরে আজ (১৫ মে) বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করলে বিচারক আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওইদিন ভোররাতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাঁদের আটক করে থানা পুলিশ। কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন গণমাধ্যমে তাঁদের আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ভোর ৪টার দিকে পাকুন্দিয়ার কোদালিয়া এলাকায় পুলিশ সড়কে চেকপোস্টে তল্লাশি করছিল। এ সময় জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান ভুইয়া রুবেল (৪৬) ও জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট সানোয়ার হোসেন রুবেল (৪৬) এর বহনকারী প্রাইভেটকারটিকে থামানো হয়। পরে তাদের গাড়ি তল্লাশি করে বিদেশি মদের বোতলসহ ওই দুই আইনজীবীকে আটক করা হয়। এরপর তাদের পাকুন্দিয়া থানায় নিয়ে যাওয়া হয়। পরে থানার এসআই আবু হানিফ বাদী হয়ে ওই দুই আইনজীবী ছাড়াও তাদের বহনকারী প্রাইভেটকারের চালক সাইম (২৫) কেও আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এরপর বিকেলে তাঁদের কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আসামিদের পক্ষে কেউ জামিনের আবেদন না করায় বিচারক মেহনাজ আফরোজের নির্দেশে তাদের করাগারে পাঠানো হয়।