মোঃ তুহিন ,স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন নিশাত আনজুম অনন্যা। তিনি গত সোমবার ১২ মে এই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তাঁর নিজ জেলা রাজশাহী এবং স্পাউসের জেলা রাজশাহী । তিনি বিসিএস ৩৫ তম ক্যাডারের প্রশাসনিক কর্মকর্তা
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এখানে যোগদান করেছি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যাতে করে সাধারণ মানুষ পান, এ জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় এই উপজেলাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবো ।