মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদরের খামার বোয়ালি এলাকায় অভিযুক্ত মাদক বিক্রেতা ও তাদের অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় সচেতন এলাকাবাসীকেই গালাগাল, হুমকি সহ মাদক বিক্রেতা কর্তৃক থানায় উল্টো অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে।
এসব বিষয় উল্লেখ করে সচেতন এলাকাবাসী গাইবান্ধার পুলিশ সুপার বরাবর পাল্টা লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত ঐ মাদক বিক্রেতা সংঘবদ্ধ চক্রের হুমকি ধামকি যেন কমছেই না। অপরদিকে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় সচেতন এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
গাইবান্ধা সদর উপজেলার পূর্ব খামার বোয়ালি গাড়াকুরা এলাকার রেজাউল মিয়ার স্ত্রী লাভলী বেগম, রাকিব মিয়া ও রাজিব মিয়া গংরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রিসহ নানা ধরনের অনৈতিক কার্যকলাপে যুক্ত রয়েছে। এতে করে অত্র এলাকার উঠতি বয়সের কিশোর তরুণ ও যুব সমাজ সহ সব বয়সের মানুষ নেশায় আসক্ত হয়ে পড়ছে।
সচেতন এলাকাবাসী ওই মাদক বিক্রেতাদেরকে বাধা দিতে গেলে তারা মিথ্যা মামলায় জড়ানোর ভয়-ভীতি দেখিয়ে আসছিল। এরপর তারা সত্যি সত্যি সচেতন এলাকাবাসীর নামে থানায় অভিযোগ দিলে, এলাকাবাসীও গাইবান্ধার পুলিশ সুপার বরাবর পাল্টা লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন গাইবান্ধার পুলিশ সুপার, এমনটাই প্রত্যাশা করেছেন ওই এলাকার সচেতন বাসিন্দারা।