ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ইউনিয়নকে নিয়ে ছাত্রদলের বক্তব্য প্রত্যাহারের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

Link Copied!

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

ছাত্র ইউনিয়নকে নিয়ে ইবি ছাত্রদল নেতার দেওয়া বিভ্রান্তমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

শুক্রবার (১৬ মে) শাখা ছাত্র ইউনিয়নের ফেসবুক পেইজে তারা এ বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ ই মে ইবি ছাত্রদলের কর্মসূচির একটি বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে, সেখানে ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন তার বক্তব্যের মধ্যে দাবি করেন ‘বিগত ১৬ বছর ছাত্র ইউনিয়নের কেউ প্রকাশ্যে বলেনি, যে আমি ছাত্র ইউনিয়ন করি। একই সাথে ছাত্র ইউনিয়নকে গুপ্ত সংগঠনের সাথে তুলনা করেছেন তিনি। এটি চরম মিথ্যাচার। তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। একই সাথে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছে।

এক যৌথ সংবাদ বিবৃতিতে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম বলেন ” ছাত্র ইউনিয়নকে নিয়ে এমন বক্তব্য কোন ভাবেই গ্রহণযোগ্য নয়, বিগত ১৬ বছর ছাত্র ইউনিয়ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। ছাত্র ইউনিয়ন এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত বিগত ৭৩ বছর কোন দিন গুপ্তভাবে কাজ করেনি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে সারাদেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

নেতৃবৃন্দ আরো বলেন ” একই কর্মসূচিতে ছাত্রদল নেতারা দাবি করেন সাম্য হত্যার পরে তো, আর কাউকে বলতে শুনিনা যে, রাজুতে চলে এসে প্রতিবাদ করতে। অথচ সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ ক্রমাগত কর্মসূচি দিয়েই চলছে এবং ভিসি,প্রক্টরের পদত্যাগের দাবি করেছে। তাই বলতে চাই এধরনের দায়িত্বহীন বক্তব্য কেবল ইতিহাস বিকৃতিই করে না, বরং চলমান ছাত্র রাজনীতিতে বিভাজন তৈরি করে, সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করে। তাই অতিদ্রুত তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহবান জানাচ্ছি।