নুরুল আবছার নূরী,ফটিকছড়ি, চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ও সমিতিরহাট ইউনিয়ন পর্যন্ত
হালদাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০০মিটার নিষীদ্ধ চরঘেরা জাল ও ৫০টি বড়শি জদ্ধ করেন ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
হালদা নদীতে নাজিরহাট পৌরসভার ও সমিতিরহাট ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪ ০০মিটার নিষিদ্ধ দুইটি চরঘেরা জাল ও ৫০ টি বড়শি জব্দ করা হয়।
হালদা নদীতে মৎস্য প্রজনন মৌসুমে “মা-মাছের আনাঘোনায় এই সুযোগ কাজ লাগিয়ে অসাধু মাছ শিকারীরা মাছ শিকারের তৎপর রয়েছে। তা বন্ধ করতে প্রতিদিন দিনে ও রাতে অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানিয়েছেন।