ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি শেড প্রভাবশালীদের দখলে

Link Copied!

নুরুল আবছার নূরী,ফটিকছড়ি চট্টগ্রাম :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়নহাট বাজারে সরকারি ভাবে নির্মিত ১১ শেড থাকলেও নির্বিগ্নে ব্যবসা পরিচালনা করছে প্রভাবশালীরা।এসব শেড দখল করে গড়ে তুলেছে মুদির, কাপড় ও জুতার দোকান। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের জন্য নির্মিত শেডে জায়গা না পেয়ে বাধ্য হয়ে সড়কের উপর বসে বেচাকেনা করছে তাদের পণ্য।
জানা যায় দুই দশক পূর্বে এই বাজারে ক্ষুদ্র ও কৃষি পণ্য উৎপাদন কারি প্রান্তিক কৃষকদের জন্য শেড তৈয়ার করে দেয় চট্টগ্রাম জেলা পরিষদ। পরবর্তীতে নতুন শেডে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছু দিন বেচাকেনার সুযোগ পেলে ও পরে শেডগুলো চলে যায় সৃহায়ী দোকানীদের দখলে। ক্ষুদ্র ব্যবসাীদের অভিযোগ আগের ইজাদার এই সব দখলদার ব্যবসায়ীদের দৈনিক ও মাসিক ভাড়ার ভিত্তিতে এইসব শেড ভাড়া দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারে পূর্ব ও মধ্যখানে সরকারি ভাবে নির্মিত ১১টি দোচালা টিন শেড রয়েছে। একএকটি শেডের দৈর্ঘ্য ৪০-৫০ ফুটের কাছাকাছি প্রতিটি শেড ৭-৮টি দোকান রয়েছে। এরমধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রয়েছে হাতেগোনা ৮০-১০টি।এর মধ্যে ৫টি শেডে প্রায় ১০ টি দোকান দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছে মুদির দোকান, ফার্নিচার দোকান, চা, গ্রোসারী ও জুতার দোকান।
সড়কের পাশে সবজি বিক্রেতা আমির হোসেনের সাথে কথা বলে জানা যায় তিনি আক্ষেপ করে বলেন যতটুকু জানি সরকারি ভাবে নির্মিত শেড গুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। কয়েক বছর আগে থেকে এইগুলা স্হায়ী ভাবে দখল করে রেখেছে। মনে হচ্ছে এই নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
এই ব্যপারে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন কোনো অবস্থাতেই সরকারি শেড গুলোতে স্হায়ী দোকান বসানো যাবে না। অতিশিগ্রই অভিযান চালিয়ে অবৈধ ভাবে দখল করা দোকান উচ্ছেদ করা হবে।