ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ সীমন্তে ভারতে অবৈধ ভাবে প্রবেশের সময় ২৫ জন নারী পুরুষ আটক

Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

১৭ মে ২০২৫
ঝিনাইদহ সীমান্তে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২৫ জন নারী-পুরুষ আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত তাদের সামান্তা ও বাঘাডাঙ্গা হতে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ২০০ মি. বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন নারী বাংলাদেশি নাগরিক আটক করা হয়।

অন্যদিকে, সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা মোড়ের বাস স্ট্যান্ডের পাকা রাস্তার ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ২৪ জন (পুরুষ-১২, নারী-৬ এবং শিশু-৫) বাংলাদেশি নাগরিক আটক করা হয়। তাদের বাড়ি, নড়াইল, খুলনা ও বরিশালে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।