ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বিএসটিআইয়ের আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

Link Copied!

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি: 

“সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে প্রথমবারের মত বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে দিনাজপুর সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-এ-আলম সিদ্দিকী।

সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আলোচনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবা খাতুন।

বিশেষ অতিথির দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এটিএম হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান প্রতিটি মানুষের জন্য প্রয়োজন।
এই গুরুত্বের বিষয়টি বিবেচনা করে ১৮৭৫ সালে বিশ্বের ১৭ টি দেশের সমন্বয়ে কনভেনশনের চুক্তি অনুয়াযী বিশ্ব পরিমাপ পালিত হয়ে আসছে।

ইসলামের দৃষ্টিতে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসিম। এ বিষয় পবিত্র কুরআনে মুতাফফিন নামে একটি সুরাও রয়েছে। তাই পরিমাপ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

 

মাসুদুর রহমান , দিনাজপুর
মোবাইল :- ০১৭১১২৪১৯৭৪