ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের জের সাংবাদিকদের হুমকি

Link Copied!

নুরুল আবছার নূরী,ফটিকছড়ি, চট্টগ্রাম: 

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার একটি সাততলা ভবন হেলে পরার সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের জের সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছে আমান নামের এক ব্যক্তি। তিনি নিজেকে একজন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এবং হেলা পড়া ভবনের মালিকের আত্নীয় Parts দিয়েছেন।
২০ মে মঙ্গলবার হেলে পড়া ঝুকিঁপূর্ণ ভবনটি পরিদর্শন যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীসহ সরকারি উর্ধতন কর্মকর্তারা। এ সময় ভবনের মালিক আবদুল খালেক সঙ্গে থাকা মোঃ আমান সংবাদ প্রকাশের জেরে উপস্থিত সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম, ফটিকছড়ি পৌরসভার প্রকৌশলী ও স্হানীয় জনপ্রতিনিধিদের উপস্হিতিতেই সাংবাদিকদের সাথে আমান বাগবিতণ্ডায় জড়ান।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য বলেন আপনারা (সাংবাদিকরা) সত্য মিথ্যা যাচাই না করে মিথ্যা নিউজ করেন। আমরা আপনাদের দেখে নেবো।এক প্রকার তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের দিকে তেড়ে যান এবং ক্ষমতার ধাপট দেখানোর চেষ্টা করেন বলে সাংবাদিকরা অভিযোগ করেন।
তবে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ফটিকছড়ি উপজেলা (থানার) শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর গণমাধ্যমকে বলেন আমান নামের বা এই পদের কাউকে আমি চিনিনা। ফেডারেশনের কর্মীরা দলের নিতী- আদর্শের বিশ্বাসী। এই সমস্ত গর্হিত কাজকে তারা সমর্থন করে না। কেউ ফেডারেশনের নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করা হবে।
এই ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন সাংবাদিকরা বিষয়টি আমাকে জানিয়েছেন। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।