ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়ি মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০টি দোকান

Link Copied!

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার (২১ মে) রাত আনুমানিক ১টার দিকে আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে।
বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিজিবি সদস্যদের। প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় মুদি, ওষুধ, কাপড় ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির এবং বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
উল্লেখযোগ্য যে, বাঘাইছড়িতে একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবিটি দীর্ঘদিনের। ২০১৮ সালে ফায়ার স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ফায়ার স্টেশন স্থাপনের দাবি নতুন করে জোরালোভাবে তুলেছেন।