মোঃ গোলাম রাব্বানী, খুলনা
রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে রাঙ্গু সোহেল (৩২)কে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, চাদাবাজী, অস্ত্রধারী ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত যুবক খুলনা জেলা এর রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে।
পুুলিশ জানায়, মঙ্গলবার (২১ মে) ২০২৫ রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের ঠান্ডার বাগান এলাকায় সোহেল অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গু সোহেল (৩২) কে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে রূপসা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।সোহেল গ্রেফতারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াছিল।
তাকে গ্রেফতার করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসি।