ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাজিরহাট পৌরসভার সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এডভোকেট ইসমাইল গণি

Link Copied!

নুরুল আবছার নূরী,ফটিকছড়ি, চট্টগ্রাম : 

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণীকে মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে গতকাল ২০মে মঙ্গলবার এক স্মারকে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

উক্ত স্মারক অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ৬ (ছয়) মাস মেয়াদে এই এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সৈয়দ শামসুন হুদা, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি জয়নুল আবেদীন এবং প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্য সচিব।

এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণী এ দায়িত্ব পেয়ে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, বোর্ডের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ করবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের এখতিয়ার থাকবে না।
এদিকে এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি ফটিকছড়ি সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।