মোঃ নুর আলম পাপ্পুঃ
খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার খোর্দ্দসাধুয়া গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষণের মামলার শিকার ১০ বছর বয়সী এক শিশুর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগে তার আপন বড় চাচাকে আজ ২২ মে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল ২০২৫ তারিখে খোর্দ্দসাধুয়া গ্রামে মোঃ আফজাল হোসেন কাজী কর্তৃক ১০ বছর বয়সী মোছাঃ সূবর্ণা খাতুন ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ আন্না বেগম বাদী হয়ে খোকসা থানায় একটি নিয়মিত ধর্ষণ মামলা দায়ের করেন।
এর পর, ৫ এপ্রিল গভীর রাতে আনুমানিক ১২:৪৫ মিনিট থেকে ১:২০ মিনিটের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা ভিকটিমের বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে পরিবারটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। এ ঘটনায়ও আন্না বেগম বাদী হয়ে খোকসা থানায় আরেকটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ-০৫/০৪/২০২৫, ধারা-৪৩৬/৩৪ দণ্ডবিধি)।
মামলাটির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ঘৃণ্য কাজটি করেছেন ভিকটিমের আপন বড় চাচা মোঃ নিপুন শেখ (পিতা- মৃত মোজাহার শেখ, গ্রাম- খোর্দ্দসাধুয়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া)। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি রাগ ও ব্যক্তিগত আক্রোশ থেকে সিগারেটের আগুন দিয়ে কৌশলে ভিকটিমের ঘরে আগুন ধরিয়ে দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোঃ নিপুন শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়ভাবে ঘটনাটি চরম ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।