ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সাবেক এম পি গিনি সহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

Link Copied!

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা: 

গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ বায়োজিদ বোস্তামি জীম (২৪) এর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

গাইবান্ধা থানায় দায়েরকৃত এজাহারে ৮৫ জন নামীয় এবং ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী বায়োজিদ অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে তাকে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে ৪ আগস্ট বেলা ২টার দিকে বায়োজিদকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে পুনরায় ধৃত করে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে মারধর করা হয়। এসময় ৭০-৭৫টি রাবার বুলেট দিয়ে তার শরীরে গুলি ছোড়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। হামলার পর হামলাকারীরা “জয় বাংলা” শ্লোগান দিয়ে স্থান ত্যাগ করে।

এজাহারে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সাংসদ মাহাবুব আরা বেগম গিনি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে মোঃ মাসুদ মিয়া ও মোঃ জাহিদ হাসান জীবনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি’ শাহিনুর ইসলাম তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মামলা আজ রুজু করা হয়েছে এবং আসামিদের ধরতে কাজ করছে সদর থানা পুলিশ।