তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা সমমূল্যের জাল বাংলাদেশি ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতার করা হয়েছে জাল টাকা কারবারে পুরনো অভিযুক্ত যুগেন্দ্র মল্লিক (৪১) কে।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে (বুধবার) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তা।
গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক, পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক, একজন পরিচিত জাল নোট চক্রের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির গোয়ালঘরের খড়ের নিচ থেকে বিভিন্ন মানের জাল নোট, একটি বাটন মোবাইল ও ১২টি খাকি খাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাল নোটের বিবরণ:
বাংলাদেশি জাল টাকা: ২,৭৭,২০০/- টাকা
১০০০ টাকার নোট – ১৫৫টি
৫০০ টাকার – ২০০টি
২০০ টাকার – ১১১টি
ভারতীয় জাল রুপি: ৩,৯০০/- রুপি
৫০০ টাকার – ৫টি
২০০ টাকার – ৭টি
অন্যান্য:
মোবাইল ফোন (SYMPHONY L46) – ১টি
খাকি কাগজের খাম – ১২টি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সাথে যুক্ত। আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে পশুর হাটে এই জাল টাকা ছাড়ার পরিকল্পনা ছিল তার।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই একই ব্যক্তি ৭০ লক্ষ টাকার জাল বাংলাদেশি টাকা এবং ১৪ লক্ষ টাকার ভারতীয় রুপি সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন।
বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর ২৫-A(b) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানায়, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আজ দুপুর ১২:৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।
মৌলভীবাজার জেলা পুলিশ আসন্ন কোরবানীর ঈদকে কেন্দ্র করে জাল টাকা, মাদক, ও চাঁদাবাজি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান কর্মকর্তারা।