মো. হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জন ব্যবসায়ীর মাঝে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ, ঢেউটিন এবং চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে মুসলিম ব্লক বাজার সংলগ্ন খোলা মাঠে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মো. হুমায়ুন কবির, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপি সভাপতি জনাব মো: নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: ওমর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখযোগ্য যে, ২১ মে দিবাগত রাত ১টার দিকে মুসলিম ব্লক মসজিদ মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, আগুনে প্রায় ৩০টির বেশি দোকান পুরোপুরি অথবা আংশিকভাবে ভস্মীভূত হয় এবং প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি ঘটে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউএনও শিরিন আক্তার বলেন, “এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যেটুকু সম্ভব, সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
দিঘীনালা থেকে ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও অনেক ব্যবসায়ী তাদের সবকিছু হারিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে আশার আলো জাগিয়েছে।
শেষে, ইউএনও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “সৎভাবে ব্যবসা পরিচালনা করলেই সমাজ উপকৃত হবে।” তিনি সকলের জন্য মঙ্গল কামনা করেন।