মোঃ গোলাম রাব্বানী, খুলনা:
রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রী কে আটক করেছে।
আটককৃতরা নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের বিল্লাল শেখের পুত্র হালিম শেখ(৪০) ও একই গ্রামের হালিম শেখের স্ত্রী ডলি আক্তার (৩৫) ।
পুলিশ জানায়,
পুলিশ জানায়,গতকাল রাত সাড়ে ১১ টায়
পূর্ব রুপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এস আই নকীব ইকবাল সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা ব্যক্তিদের আটকে অভিযানে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফাঁড়ি এলাকার ঢাকার রাস্তায় কাজী অফিসের সামনে দুজন মাদক বিক্রি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ।
এ সময় তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজা সহ হালিম শেখ ও স্ত্রী ডলি আক্তার কে গ্রেফতার করে।
এ ব্যাপারে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।