ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা

Link Copied!

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি):

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ জন ব্যবসায়ীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের অফিস চত্বরে এ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ প্রদানকালে রহমত উল্লাহ খাঁজা বলেন, “এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কষ্ট আমরা আন্তরিকভাবে অনুভব করি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করে কৃতজ্ঞতা জানান। রহমত উল্লাহ খাঁজা’র এ মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি করেছে।
শেষে তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান, সততার সঙ্গে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন এবং সকলের মঙ্গল কামনা করেন।