মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরের চর এলাকা থেকে উদ্ধার করাসহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ রানা (২৪), একই গ্রামের মালেক শেখের ছেলে ইসমাইল সুজন (২৫), ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর, মজিদ খাঁ চেয়ারম্যানের বাড়ির পাশের মজিদ খাঁর ডাঙ্গি গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল (৩০)।
শুক্রবার ভোর সাড়ে ৬টার সময় ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
মামলা সুত্রে জানাগেছে, গত ১৯ মে সকাল সোয়া ৯টার এডিশনাল জজ-১ আদালতের অফিস সহায়ক সজিব তার একটি ডিসকভার কালো রংয়ের ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং-রাজবাড়ী-হ-১২-৩৫৩৮) রাজবাড়ী জেলা জজ আদালতের রিসিপশনের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় তালাবদ্ধ করে রেখে অফিসে যান। দুপুর আড়াই টার দিকে মোটরসাইকেল রাখার স্থানে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। ঘটনাস্থলের আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করলে কেউ মোটরসাইকেলের বিষয়ে কোন তথ্য দিতে পারেনি। রাজবাড়ী আদালতের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে দ্রুত চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এ অভিযোগের প্রেক্ষিতে রাজাবড়ী সদর থানায় গত ১৯ মে মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর রাজবাড়ী জেলা পুলিশ আসামী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, এ অভিযান কাযক্রমে পুলিশ সুপার মোঃ কামমরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। দিক নির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও রাজবাড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহাতায় মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রানা, ইসমাইল সুজন ও শেখ নজরুলকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তারা মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৬ টার সময় ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর গ্রামের ধৃত শেখ নজরুলের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ধৃতদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।