মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ও রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর (৬৫) কে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। সুব্রত কুমার দাস সাগর রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারানপুরের বাসিন্দা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পাংশা সাব-রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ।
জানাগেছে, সুব্রত কুমার দাস সাগর পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ স্টাম্প ভেণ্ডার সমিতির সভাপতি, পাংশা আদি মহাশ্মশানের সভাপতি। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের প্রভাবে অনেক ক্ষমতার অপব্যবহার করেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তার মতের বিরুদ্ধে গেলেই দলিল লেখকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দিয়েছেন। সুব্রত কুমার দাস সাগর প্রতিবেশী দেশ ভারতে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে তার বড় ছেলে স্ব-পরিবারে ভারতে বসবাস করছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুব্রত কুমার দাস সাগর এক জন সংগঠক। তিনি গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিল। পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিকেলে রাজবাড়ী আদালতের পাঠানো হয়েছে।