ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়কের বাসায় চুরি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ২৩, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে থাকার সুযোগে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক ও জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর বাসার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার বাসায় এ চুরির ঘটনা ঘটে।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। স্ত্রীকে নিয়ে গত বুধবার ঢাকায় আসি। দুই সন্তানও ঢাকায় অবস্থান করছে। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণ কাজ করতে আসা মিস্ত্রিরা তালা ভাঙা অবস্থায় দরজা খোলা দেখতে পায়। এ সময় ঘরের বিছানা উল্টানো, আসবাবপত্র এলোমেলো এবং কাপড়-চোপড় ছড়ানো অবস্থায় দেখতে পেয়ে তারা প্রতিবেশী শাকিলকে খবর দেয়। পরে সে আমাকে ফোনে বিষয়টি অবগত করে।

অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দুর্ভাগ্য যখন হাতছানি দেয়, আমি ঢাকার একটি হাসপাতালে আছি, এরই মধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙে সব কিছুই চুরি হয়ে গেছে। একে বারে লুটপাট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে গেছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কী কী জিনিসপত্র চুরি হয়েছে। তবে অনেক মূল্যবান জিনিস বাসায় ছিল। কিছু স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা ও অন্যান্য মালামাল। বাড়ী ফিরে বিস্তারিত বলতে পারবো।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।