ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস গ্রেফতার

জয়নাল আবেদীন জহিরুল
মে ২৩, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ

মধ্যনগর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস (৪০) কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ । বিপ্লব বিশ্বাস মধ্যনগর উপজেলা দক্ষিণউড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই/আসাদুল ইসলাম,এসআই/মোঃইউছুব আলী,এএসআই/মোঃআব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার দক্ষিণউড়া এলাকা হইতে অভিযান পরিচালনাকালে বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করে। মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ মধ্যনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীর ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস কে গ্রেপ্তার করা হয় ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস কে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণউড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । পরবর্তীতে ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।