মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২৫ তারিখ বিকাল ৩ টার সময় লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার জনৈক আবু জাফর শেখের বাসায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য ১) সুজন (২৫), পিতা-নবীর হোসেন, সাং-নওয়াপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ,বর্তমান ঠিকানা ৩ নং নৈহাটি ইউনিয়নের, সাং-জাবুসা, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ২) আব্দুল্লাহ শেখ (২৫), পিতা-মোঃ শাহারুফ শেখ, সাং-পেড়িখালী, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফজত হতে ১টি রাউটার, ১টি ইলেকট্রিক চুলা, ১টি আয়রন মেশিন, ২টি সিল্কের শাড়ি, ৪ ভরি কপার গহনা, ৬টি ইমিটেশন হার, ৩ জোড় ইমিটেশন কানের দুল, ২টি ইমিটেশন টিকলি, ২টি ইমিটেশন আংটি, ১টি ব্লেন্ডার, ১ জোড়া ইমিটেশন চুড়ি, ১টি সেলাই মেশিন, ১টি রুম হিটার, উদ্ধার করা হয়েছে।