ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মজুদ রাখা সরকারি বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল জব্দ।

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি: 

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যক্তি মালিকাধীন দুইটি খাদ্য গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা সরকারি বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২২ মে রাতে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর বাজারের ধান চাল ব্যবসায়ী লাজু মিয়ার খাদ্যগুদামে অবৈধভাবে ইউনিয়ন পর্যায়ে দুস্থ্য মহিলাদের খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় বিতরণযোগ্য ৩৬টি ও অপর আর এক ব্যবসীর কাছ থেকে ১টি সরকারি প্যাকেটজাত বস্তাসহ সর্বমোট ৩৭টি চালের বস্তা জব্দ করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ধান চাল পাইকারী ও খুচরা ব্যবসায়ী লাজু ও নজরুল মিয়ার খাদ্য গুদামে অবৈধ ভাবে ভি.ডবিøউ.বি এর চালের বস্তা মজুদ ও বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি ভাবে বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল জব্দ করেন। অভিযানকালে ২ ব্যবসায়ী পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে অবৈধভাবে সরকারি ভাবে বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল মজুদ রাখার অপরাধে মামলা দায়ের করা হয়।পরে জব্দকৃত বস্তা ভর্তি চাল সাদুল্লাপুর শহরে অবস্থিত ৩টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসিল্যান্ড জসিম উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।