ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়া ভাটি বলাকী ৩৪ গরু ভানের পানিতে ডুবে মৃত্যু কৃষকের আহাজারি

Link Copied!

মোঃ আমির হোসেন গজারিয়া মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বালাকী গ্রামে ৩৪ টি গরু নদী পারা পার এর সময় খামারের দেশ ৩৪ টি গরু মৃত্যু খবর পাওয়া যায়। শুক্রবার (২৩ মে/২৫) প্রতি দিনের ন্যায় খামারি ও কৃষকের গবাদি পশু ঘাস খাওয়ার জন্য ছোট নদী পার হয়ে চর বলাকী থেকে ভাটি বলাকী মাঠে যায়। বিকালে মাঠ থেকে শতাধিক গবাদি পশু বাড়ীতে ফিরে আশার সময় নদীতে জমাট বেধেছিল কচুরিপানা সঙ্গে ছিল পানির স্রোত। উভয় সংকটে পড়ে ভেসে যায় গবাদি পশুগুলো ফিরিয়ে ফিরে আসার পূর্বেই নদীর মধ্যে ৩৪ টি গরু মৃত্যু খবর পাওয়া যায়। এতে শতাধিক গবাদি পশু নিখোঁজ এর মধ্যে গাভী ও সার গরু রয়েছে বলে জানা যায়। গজারিয়া উপজেলার হোনদী ইউনিয়নে চর বালাকী ও ভাটি বলাকী চারদিক মেঘনা নদী দ্বারা ঘেরা। এই অঞ্চলের মানুষের প্রধান কর্ম হচ্ছে মৎস্য শিকার ঋষি খামার গবাদি পশু পালন ইত্যাদি। কোরবানি ঈদকে ঘিরে সাধারণ কৃষক ও দিনমজুরি মানুষের অনেক বড় ক্ষতির মুখে পরিস্থিতি দাঁড় করিয়ে দিল। মেঘনা নদীর স্রোত শিথিল হলে একে একে ভেসে ওঠে মৃত পশু গুলো। ভাটি বলাকী মানুষের মাঝে আহাজারি ও শোকের ছায়া নেমে আসে।কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা সরকারের প্রতি সহানুভূতির ও মহানুভতির আশা প্রেরণা অপেক্ষায় জানিয়েছেন স্থানীয় লোকজন সরকারি ভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার এগিয়ে আশার।