মোঃ মাহাবুব হাসান:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩মে) বিকেল আনুমানিক পাঁচ টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের পূর্বপাশের মাথায় বাইমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর মসজিদ রোড এলাকার ছায়েব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড়া এলাকায় আতিকুর রহমান রিগানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি নিটিং ইনচার্জ হিসেবে নেক্সাস ফ্যাশন লিমিটেড, ভোগড়া, বাসনে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), পিতা-নূর আহাম্মেদ, গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার এরুয়ার চর গ্রামে। তিনি বর্তমানে কোনাবাড়ী বাইমাইল, হরিণচালা এলাকায় বসবাস করতেন। অপর আহত ব্যক্তি মোঃ রুবেল হোসেন (৩৮), পিতা-সুমর আলী মন্ডল, গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামে। তিনি কোনাবাড়ী জরুন এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকওয়া পরিবহন নামের দ্রুতগতির যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আই-লেনের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।