মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। তবে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী গরুর বাজারে চিত্রটা কিছুটা ভিন্ন। প্রচুর সংখ্যক গরু বাজারে উঠলেও নেই উল্লেখযোগ্য পরিমাণ ক্রেতা। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারি ও গরু ব্যবসায়ীরা।
ছবিতে দেখা যায়, বাজারে সারি সারি গরু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আশানুরূপ ভিড় নেই ক্রেতাদের। কেউ কেউ গরু দেখছেন বটে, কিন্তু দরদাম করে যাচ্ছেন না, কিংবা করলেও সেই দাম বিক্রেতাদের মনোমতো নয়।
ব্যবসায়ীদের হতাশা: বাজারে আসা কয়েকজন গরু ব্যবসায়ী জানান, “এবার গরুর চাহিদা আগের মতো নেই। দাম বললেই লোকজন মুখ ফিরিয়ে নিচ্ছে। ৫০-৬০ হাজার টাকার গরুর দাম বললে তারা ৩০-৩৫ হাজার টাকা দিতে চায়। এই দামে তো খরচই উঠবে না।”
আরেকজন বলেন, “আমরা অনেক কষ্ট করে গ্রামে পালা গরু তুলে এনেছি, এখন যদি বিক্রি না হয়, তাহলে বড় লোকসান হয়ে যাবে। আগে ঈদের আগের সপ্তাহে হাট জমে উঠত, এখন সেই দৃশ্য নেই।”
বোয়ালখালী গরুর বাজারে গরুর ঘাটতি না থাকলেও বাস্তব সমস্যা হলো মূল্য ও বিক্রির অনিশ্চয়তা। কোরবানির মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও বাজারে প্রাণ নেই বললেই চলে। ব্যবসায়ীরা আশাবাদী, শেষ মুহূর্তে যদি কিছুটা ক্রেতা বাড়ে তবে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।