ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলার জাতীয় নাগরিক পার্টি ( এন.সি.পি) সকল উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর জেলা নাগরিক পার্টি (এন.সি.পি) সকল উপজেলার সংগঠকদের নিয়ে ২৪/৫/২০২৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় বন্ধন কমিউনিটি সেন্টারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার নেতা ও নেত্রী বৃন্দরা তাদের গঠনমূলক বক্তব্য রাখেন।
(এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন বলেছেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এই সংবিধান নির্বাচন দিতে ব্যার্থ হয়েছে।
উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় জাতীয় নাগরিক পার্টি, (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় শ্রমিক উইং -এর সদস্য রেজাউল ইসলাম, এনসিপি’র যুব সংগঠন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব আল মেহেরাজ শাহরিয়ার মিথুন, আরিফ রেজা এনসিপির সদর উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহবায়ক সোহেল রানা সাব্বির। এছাড়াও দিনাজপুর জেলার চারটি উপজেলার বিভিন্ন সংগঠক উক্ত মতবিনিময়ে বক্তব্য রাখেন।
মতবিনিময় ও আলোচনা সভার মঞ্চে প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন এর মাধ্যমে গণঅধিকার পরিষদ দিনাজপুরের ৪১ জন নেতাকর্মী যোগদান করেন।