ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের সমাবেশ সফল করতে বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ২৪, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” ২৮ মে তাুরণ্যের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে বালিয়াকান্দি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। বালিয়াকান্দি উপজেলার ওয়াপদা মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় বালিয়াকান্দি বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য বনিউজ্জামান বাপ্পি, গিয়াস মাহমুদ, রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, , যুগ্ম আহবারাক শামিম মন্ত্রল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলিবুদ্দিন খান, স্বেচ্ছাসেবক দল নেতা নাইম, ইমদাদুল, মুক্তার হোসেন, অপু, ফিরোজ আহমেদ সহ বহরপুর, বালিয়াকান্দি, জামালপুর, নারুয়া, নবাবপুর, ইসলামপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে আগামী ২৮ মে’র ঢাকার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমাবেশ সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে সমাবেশে অংশগ্রহণ ও প্রচারের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৮ মে রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ হবে।