মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদরের ৮ নং বোয়ালী ইউনিয়নের পূর্ব খামার বোয়ালী গাড়াকুরা এলাকায় কিশোর গ্যাং এর উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সূত্রে জানা যায় ছকু মিয়ার নেতৃত্বে এই কিশোর গান গড়ে উঠেছে দীর্ঘদিন থেকে। মাদক বিক্রি থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত সর্বসময় এই কিশোর গ্যাং। লাভলী বেগমের মেয়ে ফারজানা আক্তার সপ্তম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে চঞ্চল ও আশিক তার দলবল সহ ফারজানা আক্তার কে বিভিন্নভাবে উত্তপ্ত কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে লাভলী বেগম এলাকার গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে চঞ্চল ও তার দল মৌখিক শাসন করলে তারা বেপরোয়া হয়ে ওঠে। লাভলী বেগমের ছেলে রাজু মিয়া নিষেধ করলে মূল হোতা হাবিজের মিয়ার নেতৃত্বে রাজু মিয়াকে এলো পাতারি কিল ঘুষি আঘাত করে রক্তাক্ত জখম করে। রাজু মিয়া চিৎকার শুনে তার নানী আসমা বেগম বাঁচাতে এলে তাদেরকে বেধর মারপিট করে। এ ঘটনাটি ঘটে ০৮/০৪/২৫ ইং তারিখে বিকেল ৫ ঘটিকার সময়। সেই সময় আহতদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা যায় এই কিশোরগ্যাং এর নেতৃত্বে এলাকায় মাদক থেকে শুরু করে ছিনতাই চুরি ডাকাতি কার্যকলাপে লিপ্ত তারা। ছোট বড় থেকে শুরু করে আসক্ত হয়ে পড়ছে। এলাকাবাসীর জোর দাবী এই এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ থেকে রেহাই পেতে চাই এলাকাবাসী। যার প্রভাব ফেলছে যুবসমাজের উপরে। এ ব্যাপারে থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।