নুরুল আবছার নূরী,ফটিকছড়ি, চট্টগ্রাম :
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোওয়ার আলমগীর বলেছেন, সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহসিকতার সাথে তারা জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। তবে কিছু কিছু সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনার দালালি করেছে। যারা তেলবাজি করেছে আজ তারা পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ তারা জাতিকে মুখ দেখাতে পারছে না।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটেস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা অতীতেও জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। আশা করবো বর্তমানেও যা সত্য তা তুলে ধরবেন। রাজনীতিবিদদের আস্থার ঠিকানা সাংবাদিক ও প্রেসক্লাব। রাজনীতিবিদরা সাংবাদিকদের কাছে নিরাপদ মনে করেন।
সাংবাদিকদের ফটিকছড়ির সমস্যা-সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা সম্ভাবনাময় ফটিকছড়ি নিয়ে বেশি বেশি লিখুন। পর্যটনের অপার সম্ভাবনাময় একটি উপজেলা এই ফটিকছড়ি। এখানে অনেক চা ও রাবারবাগান রয়েছে। এসব চা বাগানকে ঘিরে এখানে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব। চা বাগান থাকার কারণে যদি হবিগঞ্জে পাঁচ তারকা হোটেল হতে পারে তাহলে ফটিকছড়িতে কেন হবে না? সাংবাদিকরা যদি এখানকার পর্যটনের সম্ভাবনাকে সংবাদপত্রে জোরালোভাবে তুলে ধরে তাহলে আমি মনে করি ফটিকছড়িতে এমন পাঁচ তারকা হোটেল গড়ে উঠবে।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, এনামুল হক, নুরুল আবছার নূরী, সালাহউদ্দিন জিকু, ইউসুফ আরফাত, ওবাইদুল আকবর রুবেল মো. জিপন উদ্দিন প্রমুখ।