ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ভূমিসেবা ৩দিন ব্যাপি উদ্বোধন করেল উপজেলা নির্বাহী কর্মকর্তা

Link Copied!

নুরুল আবছার নূরী,ফটিকছড়ি, চট্টগ্রাম : 

 

ফটিকছড়ি উপজেলার ভূমি কার্যালয়ে কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভা ও ভূমি সেবা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ভূমি অফিস মিলায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী ছাত্র সমাজের প্রতিনিধি মঃ আকিব হাসান মাহি, বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের কানুনগো বাবু মৃদুল শশী চাকমা অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোহাম্মদ আলী হায়দার।উপস্থিত ছিলেন সুশীল সমাজ, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ। ভূমিসেবা কার্যক্রম এখন অনলাইনে। জমি নিবন্ধন, নামজারি, রসিদ, খাজনাসহ অনেক কাজই করা যাচ্ছে ঘরে বসে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষা করি”। এই স্লোগান নিয়ে ভূমিসেবা শুরু হয় (৫মে) রবিবার থেকে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত চলবে।

(২৫মে) রবিবার স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন কার্যালয়সমূহের বুথে নাগরিকদের বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। হয়রানি, ভোগান্তি ও দুর্নীতি বন্ধে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
উদ্ধোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন ‘আমাদের লক্ষ্য ভূমি কার্যালয়ে মানুষের যাতায়াত কমানো। ঘরে বসেই যেন সেবা পায় সে ব্যবস্থা করা। এছাড়া লোকজনের হয়রানী বন্ধে উদ্যোগ নেওয়া। এখন থেকে আরো স্মার্ট হবে ভূমি কার্যালয়ের সকল সেবা।’
ভূমি কার্যালয়ের সংশ্লিষ্টরা জানান, মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন ভূমি উন্নয়ন কর দিতে। এই জন্য বর্তমানে অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত এক বছর ধরে আশানুরূপ সাঁড়া পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সব মানুষ কোনো না কোনো ভাবে ভূমি সংক্রান্ত বিষয়ে সকলের সচেতনতা খুব জরুরী।দালাল, দূর্ণীতি মুক্ত ভূমি ব্যবস্হাপনা গড়ে তোলা সম্ভব। ভূমিসংক্রান্ত যে কোনো সমস্যা এসিল্যান্ড সাথে সরাসরি যোগাযোগ করতে পরামর্শ দেন।
পরে উপজেলা ভূমি অফিসের স্হাপিত বুথ পরিদর্শন করেন এবং আগত সেবা প্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান, ডিসিআর প্রদান করেন। সারাদেশের ন্যায় ফটিকছড়িতে ও ভূমিসেবা শুরু হয়। উপজেলা ভূমি অফিসসহ ৬টি ইউনিয়নের ভূমি অফিসকে দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়েছে। বিভিন্ন হাটবাজার, রাস্তার মোড়ে মোড়ে এবং জনসমাগম স্হানে ব্যানার ফেস্টুন দিয়ে, মাইকিং করে ভূমিসেবা বিষয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধির প্রসার ঘটাতে সবধরনের উদ্দ্যেগ নিয়েছেন ।
ওয়ান স্টপ ভূমিসেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস, উপজেলা সদর সাবরেজিস্টার অফিসে ২টি ভূমিসেবা বুথস্হাপন করা হয়। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে ভূমিসেবা বুথ স্হাপন করতে বলা হয়েছে।ভূমিসেবা বুথ থেকে নাগরিক অনলাইনে নামজারি আবেদন, গ্রহণ নথিপত্র, ভূমি উন্নয়নের কর প্রদান, অনলাইনে ডিসিআর কাটার পর দাখিলা প্রদান,দলিল রেজিস্ট্রার সম্পন্ন করাসন বিভিন্ন তথ্য প্রদান করা,অন্যান্য ভূমিসেবা প্রদান করা হচ্ছে। প্রধানমন্রীরির কর্তৃক ঘোষিত উন্নত সমৃদ্ধ ও র্স্মাট বাংলাদেশ বির্নিমানে উপজেলা ভূমি অফিস অন্যতম অংশীদার হিসাবে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছেন বলে জানা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ নজরুল ইসলাম ।