ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ভুমি মেলা

Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

২৫ মে ২০২৫
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ঝিনাইদহে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ৯টায় ঝিনাইদহের ডিসি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবি এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর পর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।