মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে ১৯ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ মে) বিকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চরে এ হামলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, তারা দীর্ঘ ৪০ বছর ধরে পদ্মা নদীর চরের জমিতে ঘর-বাড়ী করে বসবাস করে আসছেন। হঠাৎ করে পাবনা জেলার লোকজন দাবি করছে এ চর তাদের। শনিবার বিকেলে শতাধিক সংঘবদ্ধ একদল দুবৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বাড়ী-ঘরে হামলা চালায়। এ সময় ১৯টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। একটি বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।