ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন

Link Copied!

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি: 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা ভূমি অফিসের সামনে সেবা গ্রহীতাদের জন্য উদ্যান মায়াবনে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার এ ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে ও নান্দাইল সদর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতে ইসলামীর আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, সেবা গ্রহিতা হাফিজ উদ্দিন, এ.এফ.এম শফিকুল ইসলাম ও করদাতা শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার অনুষ্ঠানে আগত শফিকুুল ইসলাম নামে সেবা গ্রহিতা ২৮ হাজার টাকা কর প্রদান করায় উনাকে স্বাগত জানান। পাশাপাশি ভূমি বিষয়ক জটিলতা নিরসনের জন্য ভূমি সেবা, পরামর্শ গ্রহন ও নিয়মিত কর প্রদান করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এসময় নান্দাইল উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সেবা গ্রহিতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত

মো. শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
তাং- ২৫/০৫/২০২৫ইং
০১৭১৫-৮১৯৭০৯