মোঃশহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ড চন্ডিপাশা গ্রামে বিএনপি’র কার্যালয় নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে জমি সহ দোকানঘর দখল করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, চন্ডিপাশা গ্রামের মৃত মিয়া হোসেনের পুত্র নামধারী বিএনপি নেতা আলাল উদ্দিন সহ তাঁর পরিবারের লোকজন একই গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ইলিয়াস উদ্দিনের জমি-জমা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ইয়ালিস হোসেন আইনের আশ্রয় নেওয়ায় আলাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে ইলিয়াস উদ্দিনের দোকান ঘরের উপর ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ের সাইনবোর্ড টাঙ্গিয়ে দখলে নিয়ে গেছে। যা পূর্বে ওয়ার্ড আওয়ামীলীগের অফিস ও সাবেক পৌর কমিশনার মানিক মিয়ার অফিস ছিল। কিন্তু ৫ আগস্ট গণঅভূত্থানের আট মাস পর বিএনপি নামধারী নেতা আলাল উদ্দিন সহ তারঁ পরিবারের লোকজন ইলিয়াসের কৃষি জমি-জমা ও পুকুরে নিশান টানিয়ে এবং দোকান ঘরে বিএনপি’র সাইনবোর্ড টানিয়ে দখলে নিয়ে যায়। কিন্তু ওই সাইনবোর্ডে বিএনপি’র প্রতিষ্ঠাতা, বিএনপি চেয়ারপার্সন ও বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতির ছবি সহ আলাল উদ্দিন তাঁর নিজের ছবি সংযুক্ত করলেও স্থানীয় কোন নেতৃবৃন্দের ছবি দেননি। তবে সেটিকে ৮নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় নামে সাইনবোর্ড তৈরী করে টানিয়ে রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সুবিধাবাদী আলাল উদ্দিন গং বিএনপি’র ছায়াতলে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই বিএনপি’র সাইনবোর্ড ব্যবহার করেছে। এ বিষয়ে ভোক্তভোগী ইলিয়াস উদ্দিন জানান, চন্ডিপাশা মৌজায় ১ একর ৪৬ শতাংশ স্বত্বদখলীয় ভূমি প্রায় ৪ যুগ ধরে ভোগদখল করে আসছেন। তাছাড়া উক্ত জমির বিআরএস রেকর্ড, সঠিক দলিলাদি ও খাজনা পত্রের প্রমাণাদি থাকা সত্বেও আলাল উদ্দিন গং জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে পুকুরের মাছ ধরে বিক্রি সহ দোকান ঘরে বিএনপির সাইনবোর্ড টানিয়ে এবং নতুন বেড়া দিয়ে দখলে নিয়েগেছে। আমার কৃষি জমি ও পুকুরে খুটি দিয়ে লাল নিশান টানায়, পরবর্তীতে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারী করার পরে তারা লাল নিশানের পরিবর্তে পলিথিন দিয়ে নতুন করে নিশান টানিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই অবৈধ দখলদারী ও আদালত অবমাননাকারী আলাল উদ্দিন গংদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের নিকট সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে উভয়পক্ষকে ডাকার পরেও এর কোন সুরাহা না হওয়ায় অভিযোগটি মামলায় নথিভূক্ত করা হয়। অপরদিকে অভিযুক্ত আলাল উদ্দিন বিএনপি’র সাইনবোর্ড টানানোর কথা স্বীকার করে বলেন, তিনি উপজেলা বিএনপি’র কোন সদস্য নন। তবে বিএনপি সমর্থন করেন। এছাড়া আমাদের জমি আমরা দখলে নিয়েছি। পুকুরে আমাদের অংশ রয়েছে। তাদের কাগজপত্র থাকলে দেখাক, তাঁর জায়গা পেলে সে নিয়ে যাবে। আর আমাদের জায়গায় আমরা আছি।
ছবি-সংযুক্ত
মো. শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
তাং-২৫/০৫/২০২৫ইং
01715819709