ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি
মে ২৬, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদাণ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে তিনদিন ব্যাপী ভূমি মেলা/২৫ উদ্বোধন করা হয়েছে।
আদমদীঘি উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সাব রেজিষ্ট্রার মুদাচ্ছির হাসান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহম্মেদ, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদ, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ভূমি অফিসের কানুনগো সুনিল চন্দ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। #